নাসিকে অকাল বৃষ্টিতে ক্ষতির মুখে কৃষকরা

author-image
Harmeet
New Update
নাসিকে অকাল বৃষ্টিতে ক্ষতির মুখে কৃষকরা

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার মহারাষ্ট্রের নাসিক জেলায় অকাল বৃষ্টিপাতের ফলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। চান্দোরি, সাইখেদা, ওধা, মোহাদি গ্রাম ইত্যাদি গ্রামে অকাল বৃষ্টিপাতের ফলে বেশ ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। গম, ছোলা, ভুট্টা, কলা এবং টমেটোর মতো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।