চীনা সেনার 'আকস্মিক প্রবেশ' নিয়ে সতর্ক করল তাইওয়ান

author-image
Harmeet
New Update
চীনা সেনার 'আকস্মিক প্রবেশ' নিয়ে সতর্ক করল তাইওয়ান

নিজস্ব সংবাদদাতাঃ তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, সংবেদনশীল তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে চীনা সেনাবাহিনীর "আকস্মিক প্রবেশের" জন্য দ্বীপটিকে এ বছর সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, চীন সাম্প্রতিক বছরগুলিতে তাইওয়ানের চারপাশে তার সামরিক ক্রিয়াকলাপ বাড়িয়েছে।