'সত্যের জয় হলো', হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

author-image
Harmeet
New Update
'সত্যের জয় হলো', হাইকোর্টের রায়কে স্বাগত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী



দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ ভোট-পরবর্তী সন্ত্রাসের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এ প্রসঙ্গে একদিকে যেমন কটাক্ষ করলেন তৃণমূলের কোচবিহার জেলার চেয়ারম্যান উদয়ন গুহ। ঠিক তখনই কোচবিহারে এসেই এই রায়কে স্বাগত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। বৃহস্পতিবার কোচবিহার শহরের গোল বাগানসংলগ্ন এলাকায় সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার চেয়ারম্যান উদয়ন গুহ বলেন," জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিয়েছে তা পক্ষপাতমূলক। বিজেপিকে খুশি করার জন্য এই রিপোর্ট তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপির সদস্যরাই কমিশনের সদস্য সেজে কাজ করেছে।" অন্যদিকে কোচবিহারের চ্যাংড়াবান্ধায় এসে কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। তিনি বলেন, 'সত্যের জয় হলো।'