সুদীপ ব্যানার্জী,আলিপুরদুয়ার: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোভিড বিধি অমান্য এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উস্কানিমূলক কুরুচিরকর মন্তব্যের জন্য আলিপুরদুয়ারের ফালাকাটা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হল।যুব তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ৫০০ জন বিজেপি কর্মীদের নিয়ে মিছিল করেন।পাশাপাশি কোভিড পরিস্থিতিতে বিধিনিষেধের তোয়াক্কা না করেই তৃণমূল কংগ্রেসের 'দুয়ারে সরকারের' বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করতে থাকেন।এরপর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ওয়াকিবহাল মানুষের মতে, ২ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উত্তরবঙ্গে আসার পর থেকেই রাজনৈতিক দিক থেকে সরগরম গোটা উত্তরবঙ্গ।