সমতল ও পাহাড়ে লাগাতার বৃষ্টিপাত, বাড়ছে নদীর জলস্তর

author-image
Harmeet
New Update
সমতল ও পাহাড়ে লাগাতার বৃষ্টিপাত, বাড়ছে নদীর জলস্তর



সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ সমতল ও পাহাড়ে লাগাতার বৃষ্টিপাতের ফলে রাত থেকেই জলস্তর বৃদ্ধি পাচ্ছে শিলিগুড়ির ফুলবাড়ী মহানন্দা নদীর জল।জল নিয়ন্ত্রণে রাতভর থেকে কাজ করছেন মহানন্দা ব্যারেজ এর সেচ দপ্তরের কর্মীরা। মূলত মহানন্দা ব্যারেজের দশটি লক গেট রয়েছে। সেখানে জল আটকে রেখে সেই জল পাইপের মাধ্যমে নিয়ে পরিশ্রুত করে শিলিগুড়ি তে জল সরবরাহ করা হয়ে থাকে। বর্তমানে ১২ মিটার লক গেট খুলে জল নিয়ন্ত্রণ করছেন সেচ দপ্তরের কর্মীরা।

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: বুধবার রাত থেকেই প্রবল বৃষ্টির ফলে শিলিগুড়ির শহরে বিভিন্ন বাজারে জল ঢুকে সমস্যায় পড়েছে ব্যাবসায়ীরা।শহরের সবচেয়ে ব্যস্ততম বড় খুচরো মার্কেটে জল জমে যাবার ফলে সমস্যার সম্মুখীন হতে হয় সাধারন মানুষ ও ব্যাবসায়ীদের।হেলদোল নেই পৌরনিগমের।