হাইকোর্টের সবুজ সঙ্কেতের পরেও কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে ধোঁয়াশা

author-image
Harmeet
New Update
হাইকোর্টের সবুজ সঙ্কেতের পরেও কেষ্টর দিল্লি যাত্রা নিয়ে ধোঁয়াশা

নিজস্ব সংবাদদাতাঃ আবারও তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে ধোঁয়াশা তৈরি হল। হাইকোর্টের তরফে সবুজ সঙ্কেত দেওয়া হলেও আজ রবিবার আসানসোল জেলে দেখা গেল না কোনও তৎপরতা। ইডি সূত্রে খবর, হাইকোর্টের অর্ডারের কপি জেলে পাঠানো হয়েছে। যদিও কোনও জবাব মেলেনি বলে খবর। অন্যদিকে আসানসোল জেল কর্তৃপক্ষের দাবি, 'এখনও আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের জবাব মেলেনি।' প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে বীরভূমের কেষ্টকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। যদিও তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।