ফের সন্ধান মিলল ভুয়ো আইপিএস অফিসারের

author-image
Harmeet
New Update
ফের সন্ধান মিলল ভুয়ো আইপিএস অফিসারের


দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ
ভুয়ো আইপিএস অফিসারের ছড়াছড়ি। এবার গোটা রাজ্যের সঙ্গে জেলা শহর মেদিনীপুরে পাওয়া গেল ভুয়ো আইপিএস অফিসার। ঘটনাক্রমে জানা যায়, মেদিনীপুর শহরের লাইব্রেরী রোডের বাসিন্দা সৌম্যকান্তি মুখার্জি নামে এই যুবক নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছে চাকরি দেওয়ার নামে টাকা তুলতো। তাছাড়া লোন পাইয়ে দেওয়ার নামে এবং বড় অফিসারের সঙ্গে যোগাযোগ রয়েছে, এই প্রতিশ্রুতি দিয়ে নানা রকম সরকারি কাজকর্ম করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এরপরই অভিযানে নামে মেদিনীপুরের কোতয়ালী থানার পুলিশ। গতকাল রাতে শহরের এক প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।