/anm-bengali/media/post_banners/nhazNAJf0NrXvvv8VMJL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) বেঙ্গালুরু এফসির বিপক্ষে প্লে-অফের ম্যাচে সুনীল ছেত্রীর গোলে হেরে গিয়েছে কেরালা ব্লাস্টার্স। কান্তিরাভা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকার পর ৯৭তম মিনিটে সুনীলের বিতর্কিত ফ্রি-কিকে গোল করে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। কিন্তু অ্যাড্রিয়ান লুনার নেতৃত্বাধীন দল রেফারি ক্রিস্টাল জন-এর সিদ্ধান্তের বিরোধিতা করে এবং পাল্টা দাবি করে যে ছেত্রী শট নেওয়ার আগে তিনি হুইসেল বাজাননি। তখনই মাঠ থেকে দল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স। কেরিয়ারে এর আগে এমন ঘটনা কখনও দেখেননি বলে জানিয়েছেন সুনীল ছেত্রী।
ET? Darn it. Thirty more. Oh, wait. Maybe not. Quick free-kick. 1-0. Quicker jolt down the tunnel. Flashlights. Keepy uppies. Roy fancies a lie down. Never done it here before. Clock's ticking. No opposition. Only vibes. On we go. All in a night's work. #BFCKBFCpic.twitter.com/JmvJclYWdh
— Bengaluru FC (@bengalurufc) March 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us