নিজস্ব সংবাদদাতাঃ সিঙ্গাপুরের সীমান্তবর্তী মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে ঘরছাড়া হয়েছেন ৪০হাজার বাসিন্দা। এই বন্যার জেরে প্রাণ হারিয়েছেন ৪জন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তরফে জানানো হয়েছে, বাস্তুচ্যুত মানুষের জন্য ২০০টিরও বেশি ত্রাণ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।