'কৌস্তভ কি উগ্রপন্থী?', কংগ্রেস নেতার গ্রেফতারি নিয়ে সরব অধীর

author-image
Harmeet
New Update
'কৌস্তভ কি উগ্রপন্থী?', কংগ্রেস নেতার গ্রেফতারি নিয়ে সরব অধীর

নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা হাইকোর্টের আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ শুরু করল কংগ্রেস। আজ শনিবার বড়তলা থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ-অবস্থান লক্ষ্য করা যায়। পুলিশ সূত্রে খবর, এই বিশিষ্ট আইনজীবীর বিরুদ্ধে হুমকি ও অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিকে কংগ্রেসের দাবি, কৌস্তভ বাগচীকে মুক্ত না করা হলে বৃহত্তর আন্দোলন শুরু করবেন দলীয় কর্মীরা। সেইসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, 'সমালোচনা সহ্য করতে পারেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৌস্তভকে তো ডাকলেই থানায় চলে যেতেন। তা না করে ওঁর বাড়িতে পুলিশ গিয়ে এসব করল। কেন? ও কি উগ্রপন্থী? মুখ্যমন্ত্রী যা খুশি বলতে পারেন, আর তাঁর বিরুদ্ধে বললেই পুলিশ লেলিয়ে দেবেন?’  কংগ্রেস নেতা নেপাল মাহাতো জানান, 'প্রতিবাদে পথে নামব।'