হ্যাকারদের কবলে খোদ তথ্যপ্রযুক্তি মন্ত্রী! কতটা সুরক্ষিত সাধারণ মানুষ?

author-image
Harmeet
New Update
হ্যাকারদের কবলে খোদ তথ্যপ্রযুক্তি মন্ত্রী! কতটা সুরক্ষিত সাধারণ মানুষ?

নিজস্ব সংবাদদাতাঃ এবার কিনা হ্যাক হয়ে গেল তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়'র হোয়াটসঅ্যাপ। যিনি কিনা খোদ আবার রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সোশ্যাল মিডিয়া মারফত এমনটাই জানিয়েছেন রাজ্যের শাসক দলের নেতা। ঘটনার বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে জানান, 'হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো লিঙ্ক পাঠিয়ে ফোন হ্যাক করা হয়। আমার কাছে একটা লিঙ্ক এসেছিল। ক্লিক করতেই দেখানো হল ৮৮ জনকে মেসেজ পাঠানো হচ্ছে। আমি কিছু বুঝতে না পেরে ওই লিঙ্ক বন্ধ করতে দেখি আমার হোয়াটসঅ্যাপ থেকে নম্বর তালিকায় থাকা ১৫০-২০০ জনের হোয়াটসঅ্যাপে ওই লিঙ্ক চলে গিয়েছে। গন্ডগোল হচ্ছে এটা বুঝতে পেরেছিলাম, তাই সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করে দিই। কম্পিউটারের সাহায্যে ফোন রিসেট করে আবার ফোন চালু করি।' ইতিমধ্যে বাবুল সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যেখানে খোদ তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ফোন হ্যাকারদের কবলে পড়েছে সেখানে সাধারণ মানুষের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কতটা সুরক্ষিত ?