আবারও টাকার পাহাড় উদ্ধার করল ED

author-image
Harmeet
New Update
আবারও টাকার পাহাড় উদ্ধার করল ED



নিজস্ব সংবাদদাতাঃ আবারও রাজ্যে টাকার পাহাড় উদ্ধার করল ইডি। জানা গিয়েছে, শুক্রবার ইডি ঝাড়খণ্ডের হাজারীবাগের মহম্মদ এজহার আনসারির কাছ থেকে ৩ কোটি টাকা উদ্ধার করেছে। এই টাকা উদ্ধারের সঙ্গে আইএএস অফিসার পূজা সিংহলের সম্পর্ক রয়েছে বলে সূত্র মারফত খবর। ইডির দাবি, এজহার আনসারি একদল বেসরকারি সংস্থাকে নিয়ন্ত্রণ করেন।