হরি ঘোষ, অন্ডাল:- অন্ডাল ব্লকের দক্ষিণ বাজারে শিবম জুয়েলার্স এবং প্রতিমা জুয়েলার্স- দুটি সোনার দোকানে চুরির চেষ্টার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় গত রাত্রে চোরের দল দোকানের শাটার ভেঙে চুরি করার চেষ্টা করে। কিন্তু, শাটারের পর আরো একটা লোহার গেট থাকার কারণে চোরদের হাতে কিছুই আসেনি। শিবম জুয়েলার্সের মালিক জিতেন কুমার বর্মন জানান যে, "সকালে স্থানীয় লোকজন আমাকে ফোন করে আমাদের এই ঘটনা সম্পর্কে অবহিত করে এবং যখন আমরা দোকানে আসি, তখন দেখি যে দোকানের শাটার ভাঙা। শাটারের গেটের পর আরো একটা লোহার গেট থাকার দারুন চোরেরা সেটা ভাঙতে ব্যর্থ হয় ফলে একটুর জন্য বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছি"। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। পুলিশ এসে পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় অন্ডাল চেম্বার অফ কমার্সের সভাপতি ডক্টর এস এস চক্রবর্তী পুরোপুরি পুলিশের ব্যর্থতার অভিযোগ করেন। তিনি বলেন যে "পর পর দুটি দোকানের শাটার ভাঙা একটু সময়ের কাজ নয় অনেকক্ষন ধরে চোরেরা এই কাজ করেছে। তবুও কোনো পুলিশের টহল গাড়ির নজরে কেন এল না কেন ?" এই ঘটনায় অন্ডাল সাউথ বাজার এলাকার ব্যবসায়ী মহলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ।