New Update
/anm-bengali/media/post_banners/q1QlU4OwLraHbeil6JEU.jpg)
নিজস্ব সংবাদদাতা: মেঘালয়ে সরকার গঠনের ক্ষেত্রে এনপিপিকে সমর্থনের কথা পূর্বেই জানিয়েছিল বিজেপি। জেপি নাড্ডার নির্দেশে এনপিপিকে সমর্থনের কথা জানান মেঘালয় বিজেপি সভাপতি আর্নেস্ট মাওরি।
এবার সেই লক্ষ্যে তিনি, মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা এনপিপি প্রধান কনরাড কে সাংমাকে চিঠি লিখেছেন। উল্লেখ্য, মেঘালয় নির্বাচনে ২৬ টি আসন পেয়েছে এনপিপি। বিজেপি পেয়েছে ২ টি আসন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us