বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালেন ‘গরীব’ বিজেপি বিধায়ক চন্দনা বাউরি!

author-image
Harmeet
New Update
বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালেন ‘গরীব’  বিজেপি বিধায়ক চন্দনা বাউরি!

নিজস্ব সংবাদদাতাঃ   বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালেন ‘গরীব’  বিজেপি বিধায়ক চন্দনা বাউরি! রাজনৈতিক মহলে এমনটাই গুঞ্জন শুরু হয়েছে। জানা গিয়েছে, বিজেপি বিধায়ক চন্দনা বাউরির পরিবারে গাড়ির চালকের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। খবরকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শালতোড়া এলাকায়। গঙ্গাজলঘাটির কেলাই গ্রামের বাসিন্দা চন্দনার পরিবারে স্বামী শ্রাবণ বাউরি ছাড়াও রয়েছে তিন শিশু সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে বিধায়ককে গঙ্গাজলঘাটি থানায় যেতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও সন্তানরা। এরপর এক ফেসবুকে ভিডিও পোস্ট করে তিনি বলেন, 'যে সব তথ্য আমার বিষয়ে রটানো হচ্ছে, তা সম্পূর্ণ অপপ্রচার।‘