New Update
/anm-bengali/media/post_banners/RAQKT5hJo6mNMFc4Fki8.jpg)
নিজস্ব সংবাদদাতা: ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে ব্যাপক ফল করেছে বিজেপি। নির্বাচনের এই বিশাল সাফল্যের পর কংগ্রেসকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, "কংগ্রেসের ছোটো রাজ্যগুলির প্রতি ঘৃণা প্রকাশ্যে আসছে। কংগ্রেসের অধ্যক্ষ বলেছেন এগুলো তো ছোটো রাজ্য এগুলো গুরুত্বপূর্ণ নয়। যখন মনের মধ্যেই ভারতকে জোড়ার মনোভাব নেই তখনই এইরকম কথা বলা সম্ভব। এই বক্তব্য ছোটো রাজ্যগুলির অপমান। আমি কংগ্রেসকে জানাতে চাই যে আপনাদের এই ঘৃণা আপনাদের হার আরও নিশ্চিত করবে"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us