অটো করে কোথায় চললেন আলিয়া? দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
অটো করে কোথায় চললেন আলিয়া? দেখুন ভিডিও

নিজস্ব সংবাদদাতাঃ তারকাদের গাড়ি থেকেই নামতে দেখে অভ্যস্ত সবাই।  কিন্তু সোমবার অভিনেত্রী আলিয়া ভাটকে দেখা গেল অটো থেকে নামছেন। সেই সময়ই মুম্বইয়ের পাপারাৎজির ক্যামেরাবন্দী হন অভিনেত্রী। এদিন অটো থেকে নেমে মুম্বইয়ের ভার্সোভা জেটিতে পৌঁছান আলিয়া। তার পরনে ছিল ব্লু জিন্স, সাদা ক্যাজুয়াল টি-শার্ট, মুখে গোলাপি মাস্ক।