নিজস্ব সংবাদদাতাঃ মালয়েশিয়ায় বিভিন্ন গ্রাম ও শহরে বন্যার জেরে আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধার করছে উদ্ধারকারীরা। প্রশাসনের তরফে বন্যা কবলিত এলাকার ২৬হাজার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার অবিরাম বৃষ্টিপাতের ফলে আরও পাঁচটি রাজ্য বন্যার কবলে পড়েছে। এই বন্যার জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১জন।