/anm-bengali/media/post_banners/7KL3JCpyxUyQJ49nZLpE.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ বিভিন্ন প্রকারের শাক-সব্জি যেমন ধনেপাতা, পালংশাক, বিট, গাজর, কাঁচা হলুদ, পুঁই-এর পাকা বীজ, প্রভৃতি থেকে রস বের করে অ্যারারুটে মিশিয়ে বিভিন্ন রঙের ভেষজ আবির তৈরি করল মেদনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের খুদেরা। আর কয়েক দিন পরেই দোল উৎসব, ঠিক তার আগে ছোটোরা নিজেদের হাতে টিফিন বিরতিতে তৈরি করা ভেষজ আবির নিয়ে মেতে উঠল উৎসবে। খুদেদের মধ্যে অপর্ণা, শুভ, কল্পনা, সোহম ও বিশ্বজিৎদের কথায়, "স্যাররা আমাদেরকে শিখিয়ে দিয়েছে।
এছাড়াও গত বছর আমরা তৈরি করেছিলাম। তাই সহজেই আমরা এই ভেষজ আবির তৈরি করেছি।" দুই সহ-শিক্ষক কৌশিক কুমার লোধ ও অসীম কুমার মন্ডল মহাশয়দের কথায়, "হাতে-কলমে কচিকাঁচাদের পরিবেশ ও প্রকৃতি পাঠ দেওয়া সহজ, তাই এই আয়োজন।" দুই পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা গোপীনাথ বাস্কে ও মামনি বেসরা বলেন, "এই কর্মসূচির মাধ্যমে কচিকাঁচারা জানল গাছ আমাদের বন্ধু, তাকে রক্ষা করার দায়িত্বও আমাদের।" প্রসঙ্গত উল্লেখ্য, এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩৪ জন এবং এই ভেষজ আবির তৈরির কর্মসূচি তৃতীয় বছরে পদার্পণ করল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেছেন, "হাতে-কলমে শিক্ষা দীর্ঘস্থায়ী হয়। কর্মসূচির মাধ্যমে কচিকাঁচাদের শেখার ভিত যেমন মজবুত হবে, ঠিক তেমনই তাদের মধ্যে সৃজনশীল মানসিকতাও গড়ে উঠবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us