3rd Test: চালকের আসনে অস্ট্রেলিয়া

author-image
Harmeet
New Update
3rd Test: চালকের আসনে অস্ট্রেলিয়া
নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামের স্পিনিং উইকেটে ভারতের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। যার ফলে ১০৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। যা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের চতুর্থ সর্বনিম্ন টেস্ট স্কোর। দুই সেশনে মাত্র ৩৩.২ ওভারে রোহিত শর্মার দল অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাথু খুনেম্যান ও নাথান লায়ন ভারতের ব্যাটিং অর্ডার ভেঙে দিয়েছিলেন। ম্যাথু ৫ উইকেট নেন, অভিজ্ঞ লায়ন ৩টি এবং টড মারফি ভারতের ব্যাটিং আইকন বিরাট কোহলির মূল্যবান উইকেট পান। দিন শেষ অস্ট্রেলিয়ার স্কোর ১৫৬/৪। ভারতের হয়ে চারটি উইকেটই নিয়েছেন রবীন্দ্র জাদেজা।