New Update
/anm-bengali/media/post_banners/VM6DQ85uxHAlYBjmWxIK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হরিয়ানা সরকারের ই-টেন্ডার নীতির বিরুদ্ধে বুধবার পঞ্চকুলায় বেশ কয়েকটি গ্রামের পঞ্চায়েত প্রধানরা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। হরিয়ানার পঞ্চায়েত প্রধান সংগঠনের সদস্যরা মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের বাসভবনের দিকে মিছিল করার হুঁশিয়ারি দিয়েছিলেন। পঞ্চকুলা-চণ্ডীগড় সীমান্তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। ঘটনাস্থলে বিক্ষুব্ধ পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে লাঠিচার্জ করে পুলিশ। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। দেখে নিন ভিডিও-
#WATCH | Police launch Lathi charge on protesting Sarpanchs of various villages from across Haryana against the e-tendering policy of the state government at Panchkula pic.twitter.com/GQusL1c79G
— ANI (@ANI) March 1, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us