নিজস্ব সংবাদদাতাঃ হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক বুধবার আইনপ্রণেতাদের ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে প্রবেশের বিষয়টি 'যত দ্রুত সম্ভব' অনুমোদনের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের পর সুইডেন ও ফিনল্যান্ড গত বছর ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিল।