হাইকোর্টের নির্দেশ অমান্য করে ক্লাস করাচ্ছেন শিক্ষক!

author-image
Harmeet
New Update
হাইকোর্টের নির্দেশ অমান্য করে ক্লাস করাচ্ছেন শিক্ষক!

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর অঞ্চলের আলোককেন্দ্র হাইস্কুলের ঘটনা। কয়েক দিন আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে হাইস্কুলের ৬১৮জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল করা হবে, তার পদ্ধতি শুরু হয়েছে। তারপরেই স্কুলে আসা বন্ধ করে দিয়েছিলেন আলোককেন্দ্র হাইস্কুলের ভূগোল বিভাগের শিক্ষক কৃষ্ণেন্দু মানা। ২০১৯ সালে চাকরি পেয়ে ওই স্কুলেই প্রথম যোগ দিয়েছিলেন। হাইকোর্টের নির্দেশিকার পর প্রায় ১৫ দিন স্কুলে আসেননি কৃষ্ণেন্দু মানা। দিন দুই ধরে ফের স্কুলে আসতে শুরু করেছেন তিনি, নিচ্ছেন ক্লাস। আর যা নিয়ে শোরগোল পড়েছে স্কুলে। যদিও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি ওই শিক্ষক। কিন্তু এএনএম নিউজকে ফোনে জানান, চাকরি বাতিলের চূড়ান্ত নির্দেশ এখনও দেওয়া হয়নি। তাই তিনি ক্লাস করাবেন। ওই শিক্ষকের বাড়ি ডেবরার আষাড়ি এলাকায়। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক নিখিল মন্ডল জানান, "হাইকোর্টের নির্দেশের পরেই কৃষ্ণেন্দু মানা মেডিকেল লিভে ছিলেন। ২ দিন হল স্কুলে আসতে শুরু করেছেন। নির্দেশিকা সম্পর্কিত বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।" এ বিষয়ে জেলার ডিআই জানান, "আমাদের কাছে যা তথ্য চাওয়া হয়েছিল এ বিষয়ে আমি তা দিয়েছি। অন্য কোনও মন্তব্য করবো না।"