New Update
/anm-bengali/media/post_banners/wOev3FewCyttC2vgwefH.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গালওয়ান উপত্যকায় সংঘর্ষে প্রাণ হারানো এক জওয়ানের বাবাকে মারধরের ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনার নিন্দা করেছেন এবং অসন্তোষ প্রকাশ করেছেন। বিহারের বৈশালী জেলার জান্দাহা থানার কাজরি বুজুর্গ গ্রামে নিজের বাড়ির সামনে সরকারি জমিতে ছেলে জয় কিশোর সিংয়ের স্মৃতিসৌধ তৈরি করেছিলেন তাঁর বাবা রাজ কাপুর সিং। স্মৃতিসৌধ নির্মাণের বিরোধিতা কারী কিছু লোক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এর পরে বিহার পুলিশ শহিদের বাবাকে কেবল বেধড়ক মারধরই করেনি, তাকে গ্রেপ্তারও করেছে বলে অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us