ভ্রমণে শুশুনিয়া পাহাড়

author-image
Harmeet
New Update
ভ্রমণে শুশুনিয়া পাহাড়

​নিজস্ব সংবাদদাতাঃ প্রত্যেকদিনের চলমান জীবনে একটু আনন্দের ছোঁয়া পেতে সকলেরই মন ব্যাকুল হয়ে ওঠে। এইক্ষেত্রে ভ্রমণ বেশ কার্যকর। আর আপনি যদি হন পাহাড় প্রেমী, তাহলে ঘুরে আসতেই পারেন শুশুনিয়া পাহাড় থেকে

SUSUNIA HILLS Reviews, Information, Tourist Destinations, Tourists  Attractions, India

এই পাহাড়ের নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ আপনার সকল ক্লান্তি এক নিমেষেই সাফ করে দেবে। এছাড়াও এই পাহাড় একটি পরিচিত পুরাতাত্ত্বিক ও জীবাশ্ম ক্ষেত্র। পশ্চিমবঙ্গের প্রাচিনতম শিলালিপি এই পাহাড়ে অবস্থিত। 

Travel: Susunia – The Hill in the West | Cafe Dissensus Everyday

এছাড়াও এই পাহাড় ক্যাম্পেনিং ও পর্বতারোহণের জন্য উত্তম স্থান।



অবস্থান- পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত এই পাহাড়।