‘যেটা আমরা চেয়েছিলাম, সেটা হয়েছে’, হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

author-image
Harmeet
New Update
‘যেটা আমরা চেয়েছিলাম, সেটা হয়েছে’, হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের

কলকাতাঃ ‘যেটা আমরা চেয়েছিলাম, সেটা হয়েছে’। বৃহস্পতিবার হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, ‘এটা পশ্চিমবঙ্গের বাস্তব পরিস্থিতি। পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে, তাতে লজ্জিত দেশবাসী। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'হিংসার' বিষয়ে মানতে চাননি। আদালতের উপর বিশ্বাস আছে ভারতবর্ষের। নির্যাতিতারা ন্যায় পাবেন। এটা খুশির বিষয় নয়, এটা অধিকার।’ এদিন ভোটপরবর্তীহিংসামামলাররায়ঘোষণাকরেকলকাতাহাইকোর্ট।  এইমামলারতদন্তভারসিবিআইকেদিলহাইকোর্ট।