নিজস্ব সংবাদদাতাঃ গ্রিসের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। উত্তর গ্রিসের টেম্পে উপত্যকার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে অন্তত ৫৩ জনকে নিকটবর্তী শহর লারিসার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেন, এখনও পর্যন্ত উদ্ধারকার্য চলছে।