New Update
/anm-bengali/media/post_banners/Gk9invBcxfEWQoe8C9DJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ৩ রাজ্যে ভোট মিটতেই এলপিজি ও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে বুধবার। আর এই নিয়েই এবার কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করল কংগ্রেস। এদিন কংগ্রেসের তরফে টুইট বার্তায় বলা হয়, 'হোলিতে উপহার দিল মোদী সরকার। এলপিজি সিলিন্ডারের দাম '৫০ টাকা' বেশি। এছাড়া বাণিজ্যিক সিলিন্ডারের জন্য '৩৫০ টাকা' বেশি চার্জ করা হবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us