দিল্লিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

author-image
Harmeet
New Update
দিল্লিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে বৈঠক করেন। এর আগে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান কাভুসোগলু।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'বৈঠকে মন্ত্রীরা বৈশ্বিক এজেন্ডার মূল বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন, বিশেষ করে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা, বহুপাক্ষিকতা জোরদার এবং উন্নয়ন সহযোগিতা।' বিবৃতিতে আরও বলা হয়, "জি-২০ বৈঠকের ফাঁকে মন্ত্রী কাভুসোগলু ২৩তম এমআইকেটিএ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবেন।"