ইতালিতে জাহাজ ডুবে ৮০ আফগান নাগরিক নিহতঃ তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়

author-image
Harmeet
New Update
ইতালিতে জাহাজ ডুবে ৮০ আফগান নাগরিক নিহতঃ তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালির দক্ষিণ উপকূলে রবিবারের জাহাজডুবির ঘটনায় শিশুসহ ৮০ জন আফগান নাগরিক নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত নিশ্চিত করেছেন যে, কালাব্রিয়ার পূর্ব উপকূলে সমুদ্রতীরবর্তী রিসোর্ট স্টেকাতো ডি কুট্রোর কাছে ভারী সমুদ্রে একটি সেলবোট ডুবে কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছে। ৮০ জনকে উদ্ধার করা হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানতে পেরেছি যে নারী ও শিশুসহ ৮০ জন আফগান শরণার্থী, যারা একটি কাঠের নৌকায় করে তুরস্ক থেকে ইতালি যাচ্ছিল, তারা ইতালির দক্ষিণ সাগরে ডুবে নিহত হয়েছে।" বিবৃতিতে তালেবানের নাম উল্লেখ করে বলা হয়, 'আফগানিস্তানের ইসলামিক আমিরাত শহীদদের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং নিহতদের পরিবার ও আত্মীয়স্বজনদের জন্য ধৈর্য্য কামনা করে এবং সব নাগরিককে অনিয়মিত অভিবাসনের মাধ্যমে বিদেশে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায়।'