নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় রুশ গোলাবর্ষণে অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো। তিনি বলেন, 'কুরাখোভে একজন আহত হয়েছেন এবং ওই এলাকার বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।' কিরিলেনকো বলেন, 'কোস্তিয়ানটিনিভকায় একজন আহত হয়েছেন এবং তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আভদিভকার আবাসিক ও শিল্প এলাকায় দুটি বড় ধরনের হামলা হয়েছে।'