বেড়েই চলেছে দাঁতালের তাণ্ডব

author-image
Harmeet
New Update
বেড়েই চলেছে দাঁতালের তাণ্ডব

দিগ্নিজয় মাহালিঃ  ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে ঢুকে পড়লো হাতি। আতঙ্কিত শহরের বাসিন্দারা। ঝাড়গ্রাম শহরের ১১ নম্বর ওয়ার্ডের চার্চ এলাকায় পূর্ণবয়স্ক দাঁতাল হাতি ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে ঝাড়গ্রাম শহরে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। যেভাবে খাবারের সন্ধানে লোকালয়ে হাতির দল ঢুকে পড়ছে তাতেই হাতির হামলার আশঙ্কা বেড়েই চলছে। পরপর হাতির হামলায় মৃত্যুর ঘটনা যেমন ঘটছে তেমনি আহত হওয়ার ঘটনাও ঘটছে।  ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের লালগড় থানার তাড়কি এলাকায় একদল হাতি ঢুকে পড়ে।







হাতির দলটি একটি শবর কন্যাকে আছাড় মারে। তাকে প্রথমে লালগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কা বেড়েই চলছে।বিনপুর ১ ব্লকের বসন্ত পুর গ্রামে হাতির দলের তান্ডবে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি মাটির বাড়ি।ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় দলছুট দাঁতালের তান্ডবে ক্ষতিগ্রস্ত জমির ফসল।