New Update
/anm-bengali/media/post_banners/cfI1Zef2LPlKdeP85ogb.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার চলছে সাগরদিঘি উপনির্বাচন। এবার জানা যাচ্ছে, ভোটগ্রহণ প্রক্রিয়া শুরুর আগে হওয়া মক পোলকে কেন্দ্র করে পোলিং এজেন্টদের সঙ্গে প্রিসাইডিং অফিসারের বচসা শুরু হয়। পোলিং এজেন্টদের দাবি, মক পোলের সময় সেখানে উপস্থিত ছিলেন না পোলিং এজেন্টরা। তারা দাবি করেন আবার মক পোল করতে হবে। যার জেরেই বচসার সৃষ্টি হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us