New Update
/anm-bengali/media/post_banners/jAo5cCrt6o6HiF2C7oU5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভাগ্যের পরিহাস। এক সময় যে মেয়ে স্বপ্ন দেখেছিল ফুটবল পায়ে, সেই মেয়েই এখন পেটের দায়ে ফল বিক্রেতা। এক মুঠো ভাতের জন্য এখন ফল বিক্রি করেন হাওড়ার শেফালী চৌধুরী। বাংলার হয়ে মহিলা ফুটবল দলে জায়গা পাওয়ার পর খেলেছিলেন জাতীয় স্তরে। এখন ভাগ্যের পরিহাসে ফল বিক্রি করছেন, আর্থিক অনটনের মাঝে দিনযাপন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us