দরজায় গোবর লেপে দেবোঃ দিলীপ

author-image
Harmeet
New Update
দরজায় গোবর লেপে দেবোঃ দিলীপ
নিজস্ব সংবাদদাতাঃ চেনা মেজাজে দিলীপ ঘোষ। সম্প্রতি একাধিক আক্রমণাত্মক মন্তব্য করেছেন তিনি। রবিবার শিলিগুড়িতে আয়োজিত এক চা চক্রে যোগ দিয়ে দিলীপ বলেছেন, "ওরা শুরু করেছে, আমরা শেষ করবো। বাড়ির ইলেক্ট্রিসিটি কেটে দেবো, বাড়ির জল কেটে দেবো, দরজায় গোবর লেপে দেবো।" তিনি এ-ও বলেছেন, "কালীঘাটের কাকুও গ্রেপ্তার হবেন।"