New Update
/anm-bengali/media/post_banners/oS8qs3OJZrDWb7KLde6H.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ স্ত্রীর ইচ্ছাপূরণ করতে স্বামীরা কী না করেন। তবে স্ত্রীর ইচ্ছা অনুযায়ী ৭ কোটি টাকার মন্দির বানিয়ে দেওয়া তা কিন্তু মোটেই মুখের কথা নয় বইকি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ওরিশার জাজপুর জেলার বিঞ্জারপুর ব্লকের চিকানা গ্রামে দেবী মা সন্তোষীর মন্দির নির্মাণ করে স্ত্রীর স্বপ্ন পূরণ করেছেন খেত্রাবাসি লেঙ্কা। তিনি পেশায় একজন শিল্পপতি। খেত্রাবাসি তাঁর স্ত্রী বৈজয়ন্তীর ইচ্ছাকে সম্মান জানাতে দেবীর সুন্দর মন্দিরটি তৈরি করতে ৭ কোটি টাকা ব্যয় করেছিলেন বলে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us