New Update
/anm-bengali/media/post_banners/piCpTsliwx2Nl4T4UDK9.jpg)
নিজস্ব প্রতিনিধিঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার বিজেপি দলের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। ঝাড়গ্রাম জেলার লালগড় থানায় বিজেপির লালগড় মন্ডল কমিটির পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়।
ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির ঝাড়গ্রাম বিধানসভার কো-কনভেনার অজয় চক্রবর্তী ও কমিটির সভাপতি অনুপ মাহাতো সহ বিজেপি নেতৃত্ব। ওই বিক্ষোভ ডেপুটেশনকে কেন্দ্র করে লালগড় থানা চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুধু লালগড় থানা নয়, ঝাড়গ্রাম জেলার বিভিন্ন থানায় রবিবার বিজেপির পক্ষ থেকে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us