বাংলাদেশে অনুষ্ঠিত হল বিড়ালের র‍্যাম্প শো

author-image
Harmeet
New Update
বাংলাদেশে অনুষ্ঠিত হল বিড়ালের র‍্যাম্প শো



হাবিবুর রহমান, ঢাকা: পণ্য বিপণনের জন্য র‍্যাম্প শো এখন বহুল প্রচলিত বিষয়। সাধারণত এসব শোতে মডেলরা পোশাক সহ বিভিন্ন পণ্য নিয়ে নজরকাড়া সাজে ক্রেতাদের সামনে হাজির হন। তবে এবার পণ্য বিপণন নয়, বাংলাদেশের রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কে শুক্রবার বিড়ালের র‍্যাম্প শো হয়ে গেল। এতে মডেল হিসাবে হাজির হয়েছে পোষা প্রাণী বিড়াল। কয়েকজন পশুপ্রেমী প্রথমবার বাংলাদেশে বিড়ালের এই ধরনের র‍্যাম্প শো আয়োজন করেন। এছাড়াও যেমন খুশি তেমন সাজ সহ নানারকম খেলার আয়োজন করা হয়। ওই সময় সবাই তাদের পোষ্য বিড়ালকে ভিন্নরকম বাহারি পোশাকে সাজিয়েছেন। কেউ চশমা পরিয়েছেন, কেউবা মাইকেল জ্যাকসনের টুপি পরিয়েছেন, আবার অনেকেই নিজের হাতে জামা বুনে তাদের পোষ্যকে সাজিয়েছেন। পশুদের প্রতি মানুষের যে সহানুভূতি বা ভালোবাসার সম্পর্ক সেটাকে তুলে ধরার জন্যই এই আয়োজন করা হয়। আয়োজকদের উদ্দেশ্য মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে, পোষ্য প্রাণী ছাড়া পরিবেশের ভারসাম্য সম্ভব হবে না। বিড়ালের র‍্যাম্প শোতে তিন হাজার মানুষ এসেছিলেন বিড়াল নিয়ে। উক্ত অনুষ্ঠানে ছয় হাজার মানুষ এসেছিলেন। অনুষ্ঠানে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী মেহরিন মাহমুদ, চিকিৎসক ও অভিনেত্রী নাইলা নাঈম, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ, প্রাণী গবেষক আফজাল খান। প্রধান অতিথি ছিলেন বেসিক ব্যাংক লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ আবদুল খালেক খান ও বিশেষ অতিথি ছিলেন নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাদের চৌধুরী। বিজয়ী বিড়ালের মালিককে আকর্ষণীয় পুরস্কারও দেওয়া হয়।