New Update
/anm-bengali/media/post_banners/LSN37RnZbGLqYd1X0oLz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নিজেদের দল আরও ভারী করতে চাইছে আল নাসের। নতুন ক্লাবের হয়ে ইতিমধ্যে একাধিক হ্যাটট্রিক করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলমহলে গুঞ্জন, রোনাল্ডোর এক প্রাক্তন সতীর্থকেও দলে পেতে ইচ্ছুক আল নাসের। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার সের্জিও র্যামোসের দিকে চোখ রেখেছে আল নাসের টিম ম্যানেজমেন্ট। যদিও এ ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
In 6 Games,
Ronaldo has:
🔟 Contributions
8️⃣ Goals
2️⃣ Assists
And there’s much more 💪 pic.twitter.com/RnwKFdMoZj— AlNassr FC (@AlNassrFC_EN) February 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us