পোস্টার যুদ্ধ শুরু, বিজেপি শিবিরকে পাল্টা 'ব্যালট চোর' বলল আপ

author-image
Harmeet
New Update
পোস্টার যুদ্ধ শুরু, বিজেপি শিবিরকে পাল্টা 'ব্যালট চোর' বলল আপ

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে সংঘাত যেন থামতেই চাইছে না বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) হাউসে ছয় সদস্যের স্থায়ী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সাইবার দুনিয়ায় যেন যুদ্ধে লিপ্ত হয়েছে বিজেপি ও আম আদমি পার্টি। 






চলছে পোস্টার যুদ্ধ। গতকাল অর্থাৎ শনিবার বিজেপি যখন আম আদমি পার্টিকে 'খালনায়িকা' বলে কটাক্ষ করে, তখন আম আদমি পার্টি আজ বিজেপিকে 'ব্যালট চোর' বলে পাল্টা আক্রমণ করেছে।