New Update
/anm-bengali/media/post_banners/1QYK4HHcxuiuiqa0ZNtt.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার দিল্লির মেয়র শেলি ওবেরয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন দুই বিজেপি কাউন্সিলর শিখা রায় এবং কমলজিৎ সেহরাওয়াত। এমসিডির স্থায়ী কমিটির নির্বাচনের সময় তাদের ভোটকে শেলি ওবেরয়ের অবৈধ ঘোষণা করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছেন এই দুই কাউন্সিলর। হাইকোর্টে শুনানি চলছে। উল্লেখ্য, এমসিডির স্থায়ী কমিটির নির্বাচনের সময় উত্তাল হয়ে ওঠে দিল্লির এমসিডি হাউস। বিজেপি ও আপের কাউন্সিলররা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us