নিজস্ব সংবাদদাতা: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তিনি এপ্রিলের শুরুতে চীন সফর করবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রাশিয়াকে চাপ দিতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে যুদ্ধ অবসানের পরিকল্পনা প্রকাশের পর চীন জরুরি শান্তি আলোচনার আহ্বান জানানোর একদিন পর ম্যাক্রোঁ বলেন, 'রাশিয়ার আগ্রাসন বন্ধ করা, সৈন্য প্রত্যাহার এবং ইউক্রেন ও তার জনগণের আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান করা হলেই শান্তি সম্ভব।'