নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় নিকোপোল জেলায় রুশ বাহিনী শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত নয়বার গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছেন ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান। শনিবার সেরহি লিসাক বলেন, 'নিকোপোল ও মারহানেটস শহরে রুশ গোলাবর্ষণ হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।' তিনি জানিয়েছেন, নিকোপোল শহরে তিনটি স্কুল, একটি প্রশাসনিক ভবন, দুটি বেসরকারি প্রতিষ্ঠান, একটি দোকান, ১০টি বহুতল ভবন, ১১টি বাড়ি, গাড়ি এবং একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। মারহানেটস শহরে ১২টি বাড়ি, ১০টি আউটবিল্ডিং এবং একটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।