New Update
/anm-bengali/media/post_banners/p7D8QqKS76h4JFvUoYmR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ খাতায়-কলমে হোক কিংবা মাঠের লড়াই, এবারেও ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে দিয়েছে এটিকে মোহন বাগান। শনিবারের ডার্বিতেও বাগানকেই ফেভারিট হিসেবে ধরছেন ফুটবলপ্রেমীদের অনেকে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে বাগানের ওপর চাপ বাড়ছে বলে মনে করা হচ্ছে। কারণ, কার্ড সমস্যায় খেলতে পারবেন না ব্রেন্ডন হ্যামিল। চোটের কারণে এখনও অনিশ্চিত হুগো বুমোস এবং কার্ল ম্যাক হিউ।