New Update
/anm-bengali/media/post_banners/DvfncWZCoP1k7mJn37dN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইতিমধ্যে এবারের ইন্ডিয়ান সুপার লিগে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে এটিকে মোহন বাগান। তবুও শনিবারের ডার্বি জিততে চাইবে দল। কারণ, ইস্টবেঙ্গলকে হারাতে পারলে টুর্নামেন্টে সুবিধা পেতে পারে সবুজ মেরুন ব্রিগেড। প্লে অফে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে বাগান। এই ম্যাচে জয়লাভ করলে ঘরের মাঠে খেলার সুবিধা পাবে দল। যুবভারতীতে নিজেদের সমর্থকদের সামনে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না দিমি পেত্রাতসরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us