/anm-bengali/media/post_banners/aqxLPoyHmuV5ZudXKlyG.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুর: গত দেড় মাস ধরে মেদিনীপুরের ঐতিহ্যমন্ডিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য। ফলে দূর শিক্ষা বিভাগের ফলাফল আটকে থাকার অভিযোগ। ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে স্নাতক ও স্নাতকোত্তর বিভাগের বেশ কয়েকটি সেমিস্টারের। আসন্ন ফলাফলের প্রকাশ নিয়ে আশঙ্কায় ভুগছেন দুই জেলার ৩২টির বেশি কলেজের কয়েক হাজার ছাত্রছাত্রী। অবিলম্বে উপাচার্য নিয়োগের দাবিতে শুক্রবার ছাত্র সংগঠন AIDSO-এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। মিছিল করা হয় বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা তনুশ্রী বেজ।
তিনি বলেন, "রাজ্য জুড়ে একই অবস্থা ৯টি বিশ্ববিদ্যালয়ে। যার ফল ভুগতে হচ্ছে তিনশোরও বেশি কলেজ পড়ুয়াকে। উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতে জেলায় জেলায় বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি উচ্চশিক্ষা দপ্তর ও রাজ্যপালের নিকটও আমরা ডেপুটেশন দেওয়া হবে।" ছাত্র নেতা সুমন পাল বলেন, "বিদ্যাসাগর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর কোনওরকম অন্যায় হলে তার প্রতিবাদে আমরা প্রথম থেকেই আছি। বর্তমানেও কোনও অন্যায় হলে তাতে ছাত্র সংগঠন AIDSO চুপ করে থাকবে না। বিগত দিনে হোস্টেল পাওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, সে দিন আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us