New Update
/anm-bengali/media/post_banners/hWCxUiFavzDmbP2DvzYa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, 'জীবনে কখনও কোনও ইগো রাখবেন না। কোনও কাজ করতে চাইলে বড় মনে কাজ করুন, ছোট মনে কিছু করবেন না। যার মন বড়, তার সুখের প্রাপ্তিও অনেক বেশি। সমাজের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকুন। আপনার সাফল্যে যে মানুষটা জামা বানান, যে মানুষটা ফসল ফলান, যে মানুষটার জুতোর কারখানা থেকে জুতো আসে, যার চাষ করা চা আপনি খান, সকলের অবদান আছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us