ভয়াবহ পথ দুর্ঘটনার বলি ১১ জন

author-image
Harmeet
New Update
ভয়াবহ পথ দুর্ঘটনার বলি ১১ জন

 নিজস্ব সংবাদদাতাঃ এক মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন ১১ জন মানুষ। জানা গিয়েছে, শুক্রবার ছত্তিশগড়ের বালোদা বাজার জেলায় একটি পিকআপ গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে ভাটাপাড়া থানার উপ-বিভাগীয় পুলিশ কর্মকর্তা (এসডিওপি) সিদ্ধার্থ বাঘেল জানান, 'পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ভাটাপাড়া (গ্রামীণ) থানার অন্তর্গত খামারিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে।'শেষ পাওয়া খবর অনুযায়ী, ৮ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।