ঢাকার সিটি কর্পোরেশনে মেয়র কাপের উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলী

author-image
Harmeet
New Update
ঢাকার সিটি কর্পোরেশনে মেয়র কাপের উদ্বোধন করলেন সৌরভ গাঙ্গুলী

হাবিবুর রহমান, ঢাকা:ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিদায়ী বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে পৌঁছেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টে ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালেই ঢাকায় নামার কথা ছিল তার। তা ফ্লাইট জটিলতায় দেরি হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করতে বাংলাদেশে গেছেন প্রিন্স অব কলকাতা। 



ঢাকার গুলশানে ওয়েস্টিন হোটেলে বিকেল পৌনে চারটেতে মেয়র কাপ  ভেন্যু উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র মো. আতিকুল ইসলাম। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই মেয়র কাপ। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল। মেয়র কাপ মাদক ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রচার চালানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেন সৌরভ গাঙ্গুলী।