চলুন ঘুরে আসি কামাখ্যা মন্দির

author-image
Harmeet
New Update
চলুন ঘুরে আসি কামাখ্যা মন্দির

নিজস্ব সংবাদদাতাঃ দৈনিক চলমান জীবনের একঘেয়ামি দূর করতে ভ্রমণ খুবই তাৎপর্যপূর্ণ। ভ্রমণের ফলে শান্ত হয় আমাদের মন। তারওপর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তীর্থ স্থানে ভ্রমণ আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। 





Devotees can enter Kamakhya temple without COVID-19 testing from Dec 16 -  Sentinelassam





এমনই একটি ভ্রমণ স্থান হল আসামের গুয়াহাটি শহরের কামাখ্যা মায়ের মন্দির। এটি ৫১ সতীপীঠের মধ্যে একটি। নীলাচল পাহারের ওপর অবস্থিত এই মন্দিরের অপরূপ শোভা যে কোনও ভ্রমণ প্রেমী মানুষের মন জয় করতে সক্ষম অনায়াসেই। 



Incredible India | Kamakhya Temple



কামাখ্যা মায়ের মন্দির ছাড়াও এখানে রয়েছে দশমহাবিদ্যার মন্দির। ভ্রমণের সঙ্গে পুণ্য অর্জন করতে চাইলে ঘুরে আসতেই পারেন আসামের কামাখ্যা মন্দির থেকে। 



Neptune Blog | Kamakhya Devi - the 'Bleeding Goddess'